শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

খেলা

ওয়ানডেতে হতাশার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ওয়ানডেতে হতাশার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা।

এমন রেকর্ড সাথে নিয়েই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে যাচ্ছে-দেশ ছাড়ার আগেই এমন মন্তব্যই করেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পরিসংখ্যান বলছে, ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে জয়ের চেয়ে বেশি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

এই সময়ে ১২ ম্যাচ খেলে চারটিতে জয় ও ৮টিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলংকার কাছে ২-১ ব্যবধানে জয় ছাড়া, অন্য তিনটি দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যা ছিল টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঐ ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে ।

২০১৭ সালে সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। যা এখনও আইসিসির যেকোন ইভেন্টে টাইগারদের সেরা ফলাফল হিসেবে বিবেচিত।

কাল গ্রুপ ‘এ’তে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন  শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। দু’টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

২০২৩ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে রেকর্ড :

নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হার, ডুনেডিন (১৭ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হার, নেলসন (২০ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয়, নেপিয়ার (২৩ ডিসেম্বর ২০২৩)

শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে জয়, চট্টগ্রাম (১৩ মার্চ ২০২৪)

শ্রীলংকার কাছে ৩ উইকেটে হার, চট্টগ্রাম (১৫ মার্চ ২০২৪)

শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয়, চট্টগ্রাম (১৮ মার্চ ২০২৪)

আফগানিস্তানের কাছে ৯২ রানে হার, শারজাহ (৬ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জয়, শারজাহ (৯ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার, শারজাহ (১১ নভেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হার, সেন্ট কিটস (৮ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হার, সেন্ট কিটস (১০ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হার, সেন্ট কিটস (১২ ডিসেম্বর ২০২৪)