বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১১ ১৪৩২, ০৫ রজব ১৪৪৭

ব্রেকিং

‘পদত্যাগ করে ভোট করবেন’ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শরিকদের আরো আট আসন দিল বিএনপি গাজীপুরে ইটভাটায় জাসাস নেতাকে কুপিয়ে হত্যা চর দখলে ৫ খুন: ২৪ ঘণ্টায় আটক নেই, হয়নি মামলা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমলো এলডিপির রেদোয়ান আহমেদ যোগ দিলেন বিএনপিতে যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫ মস্কোয় পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: মামলায় আসামি যুবশক্তি নেত্রী তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত ৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি

খেলা

ওয়ানডেতে হতাশার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ওয়ানডেতে হতাশার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা।

এমন রেকর্ড সাথে নিয়েই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে যাচ্ছে-দেশ ছাড়ার আগেই এমন মন্তব্যই করেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পরিসংখ্যান বলছে, ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে জয়ের চেয়ে বেশি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

এই সময়ে ১২ ম্যাচ খেলে চারটিতে জয় ও ৮টিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলংকার কাছে ২-১ ব্যবধানে জয় ছাড়া, অন্য তিনটি দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যা ছিল টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঐ ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে ।

২০১৭ সালে সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। যা এখনও আইসিসির যেকোন ইভেন্টে টাইগারদের সেরা ফলাফল হিসেবে বিবেচিত।

কাল গ্রুপ ‘এ’তে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন  শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। দু’টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

২০২৩ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে রেকর্ড :

নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হার, ডুনেডিন (১৭ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হার, নেলসন (২০ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয়, নেপিয়ার (২৩ ডিসেম্বর ২০২৩)

শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে জয়, চট্টগ্রাম (১৩ মার্চ ২০২৪)

শ্রীলংকার কাছে ৩ উইকেটে হার, চট্টগ্রাম (১৫ মার্চ ২০২৪)

শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয়, চট্টগ্রাম (১৮ মার্চ ২০২৪)

আফগানিস্তানের কাছে ৯২ রানে হার, শারজাহ (৬ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জয়, শারজাহ (৯ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার, শারজাহ (১১ নভেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হার, সেন্ট কিটস (৮ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হার, সেন্ট কিটস (১০ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হার, সেন্ট কিটস (১২ ডিসেম্বর ২০২৪)