মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: ইউনূস জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য: এনবিআর চেয়ারম্যান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলি হামলায় ‘গাজার নতুন প্রধানমন্ত্রী’ হাসপাতালে নিহত গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে ‘আমি শহীদ হতে যাই’: মাকে ফোনে বলেছিলেন শহীদ শাকিল

খেলা

ওয়ানডেতে হতাশার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ওয়ানডেতে হতাশার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা।

এমন রেকর্ড সাথে নিয়েই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে যাচ্ছে-দেশ ছাড়ার আগেই এমন মন্তব্যই করেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পরিসংখ্যান বলছে, ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে জয়ের চেয়ে বেশি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

এই সময়ে ১২ ম্যাচ খেলে চারটিতে জয় ও ৮টিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলংকার কাছে ২-১ ব্যবধানে জয় ছাড়া, অন্য তিনটি দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যা ছিল টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঐ ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে ।

২০১৭ সালে সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। যা এখনও আইসিসির যেকোন ইভেন্টে টাইগারদের সেরা ফলাফল হিসেবে বিবেচিত।

কাল গ্রুপ ‘এ’তে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন  শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। দু’টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

২০২৩ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে রেকর্ড :

নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হার, ডুনেডিন (১৭ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হার, নেলসন (২০ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয়, নেপিয়ার (২৩ ডিসেম্বর ২০২৩)

শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে জয়, চট্টগ্রাম (১৩ মার্চ ২০২৪)

শ্রীলংকার কাছে ৩ উইকেটে হার, চট্টগ্রাম (১৫ মার্চ ২০২৪)

শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয়, চট্টগ্রাম (১৮ মার্চ ২০২৪)

আফগানিস্তানের কাছে ৯২ রানে হার, শারজাহ (৬ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জয়, শারজাহ (৯ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার, শারজাহ (১১ নভেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হার, সেন্ট কিটস (৮ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হার, সেন্ট কিটস (১০ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হার, সেন্ট কিটস (১২ ডিসেম্বর ২০২৪)