ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ নিয়ে মোট ১ হাজার ১৭ জনের মৃত্যু হলো।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৯৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে
ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই বছর দিনে দিনে বাড়তে থাকা মশাবাহিত এই রোগে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশ আগেই আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।
একদিন আগে হাজার পেরিয়েছে এই বছর ডেঙ্গুতে মৃত্যু।