ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৮৯
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী।
গত একদিনে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন ঢাকার, ১ জন ঢাকার বাইরের।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনকে নিয়ে চলতি ২০২৩ সালে মশাবাহিত রোগ ডেঙ্গুতে মোট ৮৮৯ জনের মৃত্যু হলো।
ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক দিয়ে ২০২৩ সাল আগের সব বছরের রেকর্ডকে পেছনে ফেলেছে বেশ আগেই।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৯ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ১০০ জন। বর্তমানে সব মিলে দেশের হাসপাতালগুলোয় মোট ১০ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
২০২৩ সালে আজ সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬৯৯। এদের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।