বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

খেলা

দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ

 প্রকাশিত: ১৬:৪৮, ২২ এপ্রিল ২০২৫

দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা সময়মতো শুরু না হলেও, শেষ পর্যন্ত মাঠে গড়ায় প্রতিযোগিতা। দিনের শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় অনেকেই ভাবছিলেন পুরো দিন হয়তো খেলা হবে না। তবে বৃষ্টি থামার প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১টায় খেলা শুরু হয়।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে চাপে পড়লেও মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দেখেশুনে খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। দুজনে মিলে গড়েন ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে বাঁহাতি মুমিনুল হক ৮৪ বলে ৪৭ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তার এই ইনিংসটি মাত্র ৩ রান কম থাকায় ফিফটি মিস করেন, যা তাকে হতাশ করে। দলীয় ১৩৮ রানে এই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

এরপর দ্রুত আরেকটি ধাক্কা আসে। মাত্র ১৭ রান যোগ হতেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ধরা পড়েন ক্রেইগ আরবিনের হাতে। মুশফিকের আউটের পরপরই চা বিরতির ঘণ্টা বাজে।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ৪১.৪ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান। শান্ত অপরাজিত রয়েছেন ৪৪ রানে। বাংলাদেশের লিড এখন ৭৩ রানের।

এর আগে দিনের শুরুতে দ্রুত উইকেট হারান ওপেনার মাহমুদুল হাসান জয়। দিনের সপ্তম ওভারে ব্লেসিং মুজারাবানির বলে তিনিও প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন। ৬৫ বলে ৩৩ রান করে আউট হন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে আগের দিন (সোমবার)। ১৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করে শান্তর দল।

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান, ফলে ৮২ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় চাপে পড়ে যায় দলটি। তবে শান্তর দৃঢ়তায় এখনো লড়াইয়ে আছে বাংলাদেশ।