বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গত রাতে ২৮৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অভিবাসীর চাপে বিপর্যস্ত এডেন শহর চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

খেলা

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারীদল

 প্রকাশিত: ১৬:০০, ১১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারীদল

ফিজ্জা ফায়েজের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে চতুর্থ টি২০ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২’এ সমতা ফিরিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে আজ প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৭ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে ১৮.১ ওভাবে ৪ উইকেটে ১২৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। ফিজ্জা ৩৫ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন।

ফিজ্জার ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল। অথচ ১০ ওভারে মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল সফরকারী পাকিস্তান। দুই ওপেনার ইমান নাসির ও কোমল খানের ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ১১ বলে দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করা কোমলকে সাজঘরে ফেরত পাঠান হাবিবা খাতুন পিংকি। কোমলের পরই পাকিস্তানের ইনিংসে হঠাৎ করেই ধ্বস নামে। স্পিনার জেরিন তাসনিম লাবন্যর ঘূর্ণিতে মাত্র ২১ রানের মধ্যে চার উইকেট হারায় পাকিস্তান। লাবন্য ৩১ রানে ৩ উইকেট দখল করেছেন।

তবে শেষ পর্যন্ত ইমান ও ফিজ্জা অপরাজিত থেকে ১১ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন। ইমান ৪৭ বলে চারটি বাউন্ডারির সহায়তায় ৪২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের ইনিংসের শুরুটা মোটেই ভাল হয়নি। ওয়ান ডাউনে নামা জান্নাত ৩৫ বলে ৩৪ রান সংগ্রহ করে ইনিংস কিছুটা সমৃদ্ধ করেছেন। মিডল অর্ডারে মায়মুনা নাহার ২৪ রানে অপরাজিত ছিলেন। এই দুজনের কল্যাণে বাংলাদেশ প্রথমবারের মত সিরিজে ১০০ রানের কোটা পার করতে পারে।

পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ ২টি করে উইকেট দখল করেছেন।

প্রথম ম্যাচে ১৩ রানের জয় দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করেছিল। এরপর বাংলাদেশ পরপর দুই ম্যাচে যথাক্রমে ৩ উইকেট ও ৭ উইকেটে জয়ী হয়।

আগামী ১২ ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারিত হবে।