যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া
কম্বোডিয়া শনিবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশগুলোর লড়াই বন্ধে সম্মত হয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পরও থাইল্যান্ড তাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ অব্যাহত রেখেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত হয়েছে ঔপনিবেশিক আমলের নির্ধারিত ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে। এসব সংঘর্ষের ফলে উভয় পক্ষের প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
উভয় পক্ষই সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘আজ ১৩ ডিসেম্বর থাই সেনাবাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘থাই সামরিক বিমান এখনও বোমাবর্ষণ বন্ধ করেনি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের বিতর্কিত সীমান্ত যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। যদিও সীমান্ত যুদ্ধে এই সপ্তাহে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত নিয়ে আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সাথে কথা বলেছেন। তিনি বলেন, তাদের সাথে আমার খুব ভালো আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘তারা আজ সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে এবং জুলাইয়ে আমার সঙ্গে ও তাদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় যে মূল শান্তি চুক্তি হয়েছিল, সেখানে ফিরে যেতে রাজি হয়েছে।’
ট্রাম্প উল্লেখ করেন, ‘উভয় দেশই শান্তির জন্য প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য অব্যাহত রাখবে। আনোয়ার ইব্রাহিমকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।