শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৯ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ব্রাজিলের বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘ: পশ্চিম তীরে ইসরাইলি বসতি ২০১৭ সালের পর সর্বোচ্চ। সোমবার বার্লিনে উইটকফের গুরুত্বপূর্ণ বৈঠক যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া রেডিট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ কিয়েভ ও মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় ‘হতাশ’ ট্রাম্প তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি গণঅধিকারের সঙ্গে আসিফের ‘আলাপ’, মাহফুজের খবর নেই তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া

 আপডেট: ১১:৪৪, ১৩ ডিসেম্বর ২০২৫

যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া

কম্বোডিয়া শনিবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশগুলোর লড়াই বন্ধে সম্মত হয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পরও থাইল্যান্ড তাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ অব্যাহত রেখেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত হয়েছে ঔপনিবেশিক আমলের নির্ধারিত ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে। এসব সংঘর্ষের ফলে উভয়  পক্ষের প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উভয় পক্ষই সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘আজ ১৩ ডিসেম্বর থাই সেনাবাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘থাই সামরিক বিমান এখনও বোমাবর্ষণ বন্ধ করেনি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের বিতর্কিত সীমান্ত যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। যদিও  সীমান্ত যুদ্ধে এই সপ্তাহে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত নিয়ে আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সাথে কথা বলেছেন। তিনি বলেন, তাদের সাথে আমার খুব ভালো আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘তারা আজ সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে এবং জুলাইয়ে আমার সঙ্গে ও তাদের সঙ্গে মালয়েশিয়ার  প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় যে মূল শান্তি চুক্তি হয়েছিল, সেখানে ফিরে যেতে রাজি হয়েছে।’

ট্রাম্প উল্লেখ করেন, ‘উভয় দেশই শান্তির জন্য প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য অব্যাহত রাখবে। আনোয়ার ইব্রাহিমকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।