বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে জানুয়ারি থেকে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম শুরু

 প্রকাশিত: ২০:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে জানুয়ারি থেকে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম শুরু

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী জানুয়ারি থেকে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক চিঠিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এর মধ্যে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি সহ-পাঠ্য কার্যক্রম হিসেবে বাংলা ও ইংরেজি বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং দেয়ালিকা তৈরির আয়োজন করতে হবে।

এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আওতায় কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, বিভিন্ন ধরনের সঙ্গীত (রবীন্দ্রসঙ্গীত ও লোকগীতি), আবৃত্তি, একক অভিনয়, নৃত্য এবং গ্রাফিতি অঙ্কনের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানায়, এসব সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছর চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চারটি হাউজে বিভক্ত করে নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে কার্যক্রম পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠানপ্রধানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ সংশ্লিষ্ট কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিতে হবে।

একইসঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি বার্ষিক ক্যালেন্ডার আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ তদারকি ও মনিটরিং করা হবে।