সিডনিতে ইহুদি উৎসবে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হনুক্কা অনুষ্ঠানে সংঘটিত হামলায় এক ডজনের বেশি মানুষের নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার এ নিন্দার কথা জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্স-এ এক পোস্টে বলেন, ‘এই পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। এই ভয়াবহ হামলায় নিহতদের, ইহুদি সম্প্রদায়ের এবং অস্ট্রেলিয়ার জনগণের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’
পররাষ্ট্র দপ্তর পরে জানিয়েছে, রুবিও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে ‘সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলার বিষয়ে ফোনালাপ করেছেন।
ফোনালাপের বিবরণ দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘আমরা ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি এবং নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে এক ক্রিসমাস অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এই গুলিবর্ষণের ঘটনা উল্লেখ করে এটিকে ‘একটি ভয়াবহ হামলা, স্পষ্টতই একটি ইহুদিবিদ্বেষমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেন।