বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

খেলা

বিদ্রোহী ৮ ফুটবলারের সাথে সহসাই চুক্তি করবে বাফুফে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:১৩, ১৭ এপ্রিল ২০২৫

বিদ্রোহী ৮ ফুটবলারের সাথে সহসাই চুক্তি করবে বাফুফে

বাফুফে ৮ ফুটবলারের সাথে চুক্তি করতে যাচ্ছে শিগগিরই

কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহী ১৮ ফুটবলারের বিরোধ মিটে গেলেও, তাদের সঙ্গে এখনো চুক্তি করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওই ১৮ জনের মধ্যে ১০ জন এখন ভুটানের ঘরোয়া লিগ খেলতে গেছেন, এবং বাকি ৮ জন বাফুফের ক্যাম্পে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করছেন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, "এই ১৮ ফুটবলারের সাথে চুক্তি করার কাজ শুরু হবে, যখন তারা অনুশীলনে যোগ দেবে।"

কিরণ আরও জানিয়েছেন, দেশে থাকা ৮ ফুটবলারের সাথে সহসাই চুক্তি করা হবে। তাদের মধ্যে রয়েছেন তহুরা খাতুন, নীলূফার ইয়াসমীন নীলা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, স্বর্ণা রাণী মন্ডল, নাসরিন আক্তার ও সাথী বিশ্বাস।

তিনি বলেন, "আজ অফিসে এসেই নামগুলো সাধারণ সম্পাদককে পাঠিয়ে দিয়েছি। তাদের চুক্তিপত্র তৈরির জন্য বলেছি। সহসাই হয়ে যাবে। ভুটানে যারা আছেন তারা ফিরে আসলে তাদের সাথে চুক্তি হবে।"

এর আগে বাফুফে ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করেছিল। এই ৮ জনের সাথে চুক্তি সম্পন্ন হলে মোট চুক্তি করা ফুটবলার সংখ্যা দাঁড়াবে ৪৫। বাকি থাকবেন ভুটানে থাকা ১০ জন।

এদিকে, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে নারী ফুটবলাররা কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়েছিলেন, যা নারী ফুটবলে সংকট সৃষ্টি করে। এর পরই আরব আমিরাতের বিপক্ষে কোচ বাটলার অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামেন এবং দুই ম্যাচেই হেরে আসেন।