মোল্লাহাটে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
জেলার মোল্লাহাটে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন আল রশীদ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। আসন্ন নির্বাচন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দলের প্রতিটি ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দেন।