শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না হলে নির্বাচন নয়: এনসিপি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:০৪, ২৫ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না হলে নির্বাচন নয়: এনসিপি

রামপুরায় এনসিপির বিক্ষোভে দলের নেতা-কর্মীরা, আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে স্লোগান

রাজধানীর রামপুরায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনের পূর্বে তাদের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।

আজ শুক্রবার বিকেলে রামপুরায় এনসিপির গুলশান জোনের আয়োজনে আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক নিষেধাজ্ঞা, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরোয়ার তুষার বলেন, 'আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যাকারী দলে পরিণত হয়েছে। তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলছি—শেখ হাসিনাকে বর্জন করুন, তাঁর বিচার দাবি করুন। তবেই আপনারা সমাজে গ্রহণযোগ্যতা ফিরে পাবেন।'

পুলিশের উদ্দেশে তিনি বলেন, 'জুলাইয়ে আপনারা যা করেছেন, তার একমাত্র প্রলেপ হতে পারে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো। যদি তাদের মিছিল আপনাদের চোখের সামনে হয়, তাহলে জনগণ ধরে নেবে আপনারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।'

তিনি আরও দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। 'ইসি কমিশনাররা যেন নির্বাচনী অনিয়মের জন্য শাস্তি না পান, সে জন্য ইতিমধ্যে তদবির শুরু করেছেন। এতে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে,' বলেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে সরোয়ার বলেন, '৩৬ দিনের আন্দোলনের সমালোচনা যারা করছেন, তারা ভুলে যাচ্ছেন, এ কারণেই তারা আজ রাজনীতি করতে পারছেন। তাই এটিকে হেয় করবেন না।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সংগঠক ইমরান ইমন প্রমুখ। সমাবেশ শেষে আওয়ামী লীগের বিচার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। এতে রামপুরার ডিআইটি রোডে বিকেল সাড়ে চারটা থেকে তীব্র যানজট দেখা দেয়।