শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

রাজনীতি

বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলা, সাত গাড়ি ভাঙচুর

 প্রকাশিত: ১৭:১৫, ২ অক্টোবর ২০২৩

বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলা, সাত গাড়ি ভাঙচুর

সংগৃহিত

 বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে যুবদলের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় কয়েকটি মোটরসাইকেলসহ সাতটি প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে যুবদল নেতাকর্মীরা।

 

রোববার ঈশ্বরগঞ্জ উপজেলার মার্কাজ মসজিদ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

এ সময় যুবদল নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে হামলাকারীদের প্রতিরোধ করলে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সন্ধ্যা ৭টায় খবরের সত‍্যতা নিশ্চিত করে বাংলানিউজকে টুকু জানান, গাড়িবহরের পেছন থেকে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে। এ সময় গাড়ি থেকে নেমে আমাদের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী দল। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় তা আবারও প্রমাণ হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। অন্যথায় রাজপথে এ ঘটনার কঠোর জবাব দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বাংলানিউজকে বলেন, হামলার ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

এর আগে দুপুর ১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জব্বারের মোড় ও কে আর মার্কেট এলাকায় দুই দফা ছাত্রদলের ওপর হামলার ঘটনা ঘটে।

এ সময় চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক শাজাহান শাওন, ছাত্রদল নেতা শহীদুলসহ প্রায় ১৫ জন।

এ ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাকৃবি ছাত্রদলের সভাপতি আতিক ও সাধারণ সম্পাদক শফিক।

এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

পৃথক বিবৃতিতে নেতারা এ ঘটনায় জড়িত হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

online news portal 24