৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে গণমিছিল করার ঘোষণা দিল বিএনপি। তারা আবার এই গণমিছিলের ঘোষণা দিল একদফা আদায় করার ও সরকারের পদত্যাগের দাবিতে।
আজ বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার ঢাকায় গণমিছিল করার ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, আগামী শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল করা হবে।
জানা গেছে, ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটগুলো এই কর্মসূচি পালন করবে।