বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, পৌষ ২৪ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

ব্রেকিং

তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ‘অনড়’: আসিফ নজরুল ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ‘আচরণবিধি লঙ্ঘন’: বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা রাজনীতির পাশাপাশি অর্থনীতিরও ‘গণতন্ত্রায়ন দরকার’: খসরু সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, ১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে দুবাইয়ে ৩ ফ্ল্যাট একরামুজ্জামানের, সাত বছরে ঋণ বেড়েছে ২২ গুণ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় আইসিসির কাছ থেকে আল্টিমেটাম পাওয়ার খবর উড়িয়ে দিল বিসিবি বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও ক্রিকবাজের যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা মার্কিন তাড়া খাওয়া তেল ট্যাংকার পাহারায় রাশিয়ার নৌবহর গ্রিনল্যান্ড দখলে সামরিক বিকল্প ভাবছে ট্রাম্প কলম্বিয়ার গেরিলারা মার্কিন হামলার পর ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে

আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১: রাশিয়া

 আপডেট: ১৪:০৪, ৬ জানুয়ারি ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১: রাশিয়া

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তভের নগরীতে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ভিতালি কোরোলেভ টেলিগ্রামে জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।

আঞ্চলিক সরকার জানায়, একজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই চিকিৎসা নিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

ইউক্রেনের মিত্র দেশগুলোর সঙ্গে শীর্ষ মার্কিন দূতদের প্যারিসে বৈঠক শুরুর ঠিক আগে এই হামলা ঘটে। মঙ্গলবার শুরু হওয়া ওই আলোচনায় যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনায় অগ্রগতির চেষ্টা করা হচ্ছে। কিয়েভের দাবি, পরিকল্পনাটি ‘৯০ শতাংশ’ প্রস্তুত।

সংঘাতের প্রায় চার বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ে রাশিয়া প্রতিদিন ইউক্রেনে বোমাবর্ষণ চালিয়েছে। পাশাপাশি ধীরে ধীরে ভূখণ্ডগত অগ্রগতি করেছে।

এর জবাবে ইউক্রেন ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার প্রধান লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

ড্রোনগুলো ২০টিরও বেশি অঞ্চলের ওপর দিয়ে ধরা পড়েছে। এত বিস্তৃত এলাকায় একসঙ্গে ড্রোন ভূপাতিত হওয়া বিরল।

এর মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ২৯টি ও বেলগোরোদ অঞ্চলে ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।