আদালতে মাদুরো বললেন—আমি সৎ মানুষ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারকের সামনে হাজির করা হয়েছে। বিচারক তাকে নিজের পরিচয় দিতে বললে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই দাবিকে চ্যালেঞ্জ করে বলেছে, তিনি বৈধ নেতা নন।
শুনানিতে মাদুরো আরও বলেন, তিনি দোষী নন।
তিনি দাবি করেন, তাকে অপহরণ করা হয়েছে এবং তিনি একজন সৎ মানুষ।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রীকে হাজির করা হয়। গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
মাদুরোকে কারাগারের পোশাক ও হাতকড়া পরিয়ে সোমবার আদালতে আনা হয়।
আদালতে তোলার সময় মাদুরোর কানে ছিল হেডফোন, যার মাধ্যমে আদালতের কার্যক্রম স্প্যানিশ ভাষায় অনুবাদ করা হচ্ছিল।
এটি ছিল একেবারেই প্রক্রিয়াগত বা নিয়মমাফিক শুনানি, যাকে ‘আরেইনমেন্ট’ বলা হয়। আদালতে কোনো অভিযুক্তের এটাই প্রথম হাজিরা, যেখানে অভিযুক্তকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো জানানো হয় এবং সেগুলোর জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়।
প্রথমবারের এই শুনানি নিয়ে নিউইয়র্কে ম্যানহাটনের এই আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।
সূত্র: আল জাজিরা