গাজায় ‘হামাসের ৫ শীর্ষ সন্ত্রাসী’ নিহত: নেতানিয়াহুর কার্যালয়
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের পাঁচ শীর্ষ সন্ত্রাসীকে’ হত্যা করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নেতানিয়াহুর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, এ ঘটনা গাজা উপত্যকার সেই অঞ্চলগুলোর মধ্যে ঘটেছে, যেই অঞ্চলগুলো থেকে ইসরাইলি বাহিনী পেছনে সরে গিয়ে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত রেখার অন্তর্ভুক্ত করেছে।
ইসরায়েল দাবি করেছে, ওই এলাকাগুলো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তুলনামূলকভাবে শান্ত থাকার কথা। কিন্তু হামাসের এই আক্রমণ পরিস্থিতিকে আবারও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
ইসরাইলের পক্ষ থেকে আরো বলা হয়, ‘আজ, হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ইসরায়েলের অধিকৃত অঞ্চলে একজন সন্ত্রাসীকে পাঠিয়ে আইডিএফ সৈন্যদের ওপর হামলা করেছে। জবাবে, ইসরাইল পাঁচ জন জ্যেষ্ঠ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে।’
নেতানিয়াহুর কার্যালয় আরো দাবি করে, ‘ইসরাইল যুদ্ধবিরতিকে সম্পূর্ণরূপে সম্মান করেছে। কিন্তু হামাস তা করেনি। আমরা আবারও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে হামাসকে যুদ্ধবিরতির শর্তগুলোকে মেনে চলতে বাধ্য করানো হয়।’