থানা ব্যারাকের বাথরুম থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে নগরীর চকবাজার থানা ব্যারাকের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
অহিদুর রহমান (৩২) চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে টহল টিমের সাথে ডিউটি করেছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে তিনি থানার ব্যারাকে ফিরেছিলেন।
“তার সহকর্মীরা বাথরুমের ভ্যান্টিলেটরের জানালার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”
এএসআই অহিদুরের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায় বলে জানান সহকারী কমিশনার আমিনুর।