রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২, ০২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং’: সিইসি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ইসিকে সরকারের চিঠি দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের ফের ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫ এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে যুদ্ধবিরতিতেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা ৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা

খেলা

প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান

 প্রকাশিত: ০৬:২৩, ২৩ নভেম্বর ২০২৫

প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান

ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। 

দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ট্রিস্টান স্টাবস। ৩ উইকেট নিয়ে ভারতের সফল বোলার স্পিনার কুলদীপ যাদব। 

গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। ১৬১ বলে ৮২ রান তুলেন দুই ওপেনার আইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ২৭তম ওভারে মার্করামকে ব্যক্তিগত ৩৮ রানে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ। 

পরের ওভারে ভারতকে দ্বিতীয়বারের মত উইকেট শিকারের আনন্দে মাতান কুলদীপ। ৩৫ রান করা রিকেলটনকে শিকার করেন তিনি। 

৮২ রানে ২ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকাকে আবারও হাফ-সেঞ্চুরির জুটি এনে দেন ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক তেম্বা বাভুমা। ১৮২ বলে ৮৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৫টি চারে ৪১ রান করা বাভুমাকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রবীন্দ্র জাদেজা। 

হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে ৪৯ রানে আউট হন স্টাবস। ফলে টেস্ট ইতিহাসে এই প্রথম কোন দলের ব্যাটিং ইনিংসে উপরের সারির প্রথম চার ব্যাটারের সবাই ৩৫ থেকে ৪৯ রানের মধ্যে আউট হলেন।

ছয় নম্বরে নামা ওয়াইন মুল্ডারকে ১৩ রানে বিদায় দেন কুলদীপ। এতে ২০১ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 

এরপর দক্ষিণ আফ্র্রিকাকে আরও একটি হাফ-সেঞ্চুরি জুটি এনে দেওয়ার চেষ্টা করেছিলেন টনি ডি জর্জি ও সেনুরান মুথুসামি। কিন্তু জুটিতে ৪৫ রান যোগ হবার পর জর্জিকে সাজঘরে ফেরত পাঠান পেসার মোহাম্মদ সিরাজ। ২৮ রান করেন জর্জি। 

আলোকস্বল্পতার কারণে ৪৯ বল বাকী থাকতে দিনের খেলার ইতি ঘটে। মুথুসামি ২৫ ও কাইল ভেরেনি ১ রানে অপরাজিত থাকেন। ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

কুলদীপ ৩টি ও বুমরাহ-সিরাজ ও জাদেজা ১টি করে উইকেট নেন।