রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২, ০২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং’: সিইসি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ইসিকে সরকারের চিঠি দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের ফের ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫ এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে যুদ্ধবিরতিতেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা ৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা

ইসলাম

মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি

 প্রকাশিত: ০৬:২৭, ২৩ নভেম্বর ২০২৫

মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি

মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিসর (ইত্তিহাদ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গত ২৭ অক্টোবর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে কুল্লিয়াতুত তারবিয়ার কনফারেন্স হলে নসর সিটি, কায়রোতে এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিসরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীবৃন্দ

বিশেষভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়াসহ অন্যান্য দেশের ছাত্র সংসদের প্রধান ও প্রাক্তন নেতারা উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন আজহারী। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতার জন্য দোয়া করেন।

নবগঠিত কমিটির সদস্যবৃন্দ

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুমানুল কারিম, সহ-সভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার উদ্দীন নাঈমী।

২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মিসরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য, শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কাজ করে আসছে। বর্তমানে আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

‘ইত্তিহাদ’ বাংলাদেশ দূতাবাস, কায়রোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি ও একাডেমিক সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি সংগঠনটি নিয়মিতভাবে শিক্ষা বিষয়ক কার্যক্রম, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, রমজানে ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলনীসহ নানাবিধ সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আয়োজন করে।

বাংলাদেশি শিক্ষার্থীরা আল-আযহারে বিশ্বের প্রায় ১৪৭টি দেশের শিক্ষার্থীদের মধ্যে বহুবার সেরা ফলাফল অর্জন করেছে—যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। সম্প্রতি ডি-এইট সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মিশর সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মিশরের সরকারি মহলে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা শুনেছেন।

পরবর্তীতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তার ঐতিহাসিক ভাষণ আয়োজনের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)।