গভীর রাতে আলিয়া মাদরাসায় সংঘর্ষ
পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে।
শনিবার গভীর রাতের এ সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর দিয়েছেন চকবাজার থানার এসআই আশরাফুল ইসলাম।
তিনি জানান, রাত ১২টার দিকে খবর পেয়ে মাদরাসায় বাড়তি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।
এসআই আশরাফুল বলেন, “শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”
রাত আড়াইটার দিকে মাদ্রাসার পরিস্থিতি ‘স্বাভাবিক’ থাকার কথা জানান তিনি।
তবে কী কারণে এই সংঘর্ষের ঘটনা তা জানাতে পারেননি চকবাজার থানা পুলিশের এই সদস্য।
এসআই আশরাফুল বলেন, “শিক্ষার্থীদের নিজেদের মধ্যেই দুটি গ্রুপের ঝামেলার কথা শুনেছি, এখানে বাইরের কোনো পক্ষ জড়িত বলে জানা যায়নি।”