গুমের মামলায় হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না
গুমের অভিযোগের দুই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যডভোকেট জেড আই খান পান্না।
রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, গুমের দুই মামলায় পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। এর মধ্যে বিশেষত শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে জেড আই খান পান্না।