সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প
সাড়ে সাত ঘণ্টার মধ্যে আবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ।
শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝাঁকুনি অনুভূত হয়।
আগের দিনের তীব্র ভূমিকম্পের পর দিনের দ্বিতীয় এ ভূমিকম্পও ছিল মৃদু মাত্রার; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৭ মাত্রার।
এটি উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডায় বলে এক বার্তায় জানান আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প হয়, যেটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার।
আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, সন্ধ্যার এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাড্ডা নয়, এটির কেন্দ্র ছিল নরসিংদীতে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।