ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করতে মালিকপক্ষ বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে অন্তত পাঁচটি যানবাহনে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়ে পুলিশ। ঘটনার সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক সামান্য আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার ভুলতা এলাকায় রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডে এ ঘটনা বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।
তিনি বলেন, শুক্রবার সারাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কারখানাটির দুটি ভবনে ফাটল দেখা যায়। পরে ভবনটি নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে নিরীক্ষণের পর সাময়িক সংস্কার করে শনিবার কর্মস্থলে শ্রমিকদের যোগদানের আহ্বান জানানো হয়।
“সকাল ৯টার দিকে কারখানায় কর্মীরা কাজে যোগদান করেন। কাজ করার সময় হঠাৎ কারখানা ভবনে পুনরায় কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শ্রমিকরা সব কারখানা থেকে বেরিয়ে আসেন।”
এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার অর্ধশতাধিক শ্রমিক সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতের ঘটনার পর শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান বলে জানান পুলিশ পরিদর্শক সেলিম বাদশা।
দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ হাজারো শ্রমিক কারখানাটিতে অবস্থান নিয়ে থাকলেও পরে তারা চলে যান। বিকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক ও মালিক প্রতিনিধিরা বৈঠকে বসেন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বসেছেন। ক্ষতিগ্রস্ত ভবনে কাজ শুরু করা যাবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”
এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর।
এটি ‘আফটার শক’ ছিল জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার।
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ।