শনিবার ২২ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৮ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং’: সিইসি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ইসিকে সরকারের চিঠি দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের ফের ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫ এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে যুদ্ধবিরতিতেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা ৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা

জাতীয়

দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

 প্রকাশিত: ১৮:৫৮, ২২ নভেম্বর ২০২৫

দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস দশমাইল থেকে দিনাজপুরের দিকে আসছিল। একই সময়ে দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ওই এলাকায় পৌঁছালে দুই গাড়ির সংঘর্ষ হয়। ধাক্কার শক্তিতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), পুত্রবধূ সার্জিনা বেগম (৪০) ও নাতনি সাজিয়া বেগম (১৫)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আরেক নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন প্রায় তিন ঘণ্টা। তাদের অভিযোগ বাসগুলো সময়ের টানাটানিতে দ্রুত গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশের আশ্বাসে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।