রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২, ০২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

কপ-৩০ চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ১৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ২১, অনেকেই আহত গাজায় ‘হামাসের ৫ শীর্ষ সন্ত্রাসী’ নিহত: নেতানিয়াহুর কার্যালয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ এক বাংলাদেশি নিহত গুমের মামলায় হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক থানা ব্যারাকের বাথরুম থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার গভীর রাতে আলিয়া মাদরাসায় সংঘর্ষ ভূমিকম্প: উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ ভূমিকম্প: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা ভূমিকম্প: রোববার জগন্নাথেও ক্লাস-পরীক্ষা বন্ধ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় নিহত ২০ হেরাথের রেকর্ড ছুঁয়ে ২৫০ উইকেট তাইজুলের

জাতীয়

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৩:৫৮, ২৩ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ সব কথা বলেন। 

একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন যে দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি- এ প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। আর তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, সেটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক। কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে, তা আমার জানা নেই। আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো শঙ্কা নেই। আজকে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে।

ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা, আমার জানা নেই। তবে, আমাদের দেশে নেই।

তিনি বলেন, কেউ কেউ বলেছে যে ১০ সেকেন্ড আগে অগ্রিম সতর্ক সংকেত দেওয়া যায়। এটা বিশ্বের কোনো কোনো দেশে আছে বলে শুনেছি। আমাদেরও ওই রকম একটা অ্যাপ খোলা যায় কিনা সেটা ভাবা যেতে পারে। শুনেছি, একটি ভূমিকম্প হয়ে যাওয়ার পরে আবার ছোট ছোট হতে পারে- এটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। 

বাড়িঘর তৈরি করার সময় বিল্ডিং কোট মেনে চলতে হবে। এটা না মেনে চললে এমন আশঙ্কা সৃষ্টি হতেই পারে। জলাশয় ভরাট করা যাবে না, এটাতেও ঝুঁকি তৈরি করে। যেমন আমাদের মাঠ নেই, এগুলো ভবিষ্যতে ভাবতে হবে। 

ফায়ার সার্ভিস এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত জানতে চাইলে উপদেষ্টা বলেন, কত বড় দুর্যোগ হতে পারে, সেটার ওপর নির্ভর করবে। ছোট যেসব দুর্ঘটনা ঘটছে, সেগুলো তো মোকাবিলা করার জন্য প্রস্তুত। বড় ধরনের কিছু ঘটে গেলে, সেটা তো বলা যাচ্ছে না।

ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান সোহেলকে আটক করা প্রসঙ্গে তিনি বলেন, ওই সাংবাদিক যে কাজটা করেছেন, সেটা সাংবাদিক হিসেবে করেননি, উনি সাংবাদিকতার প্রশ্নে ওখানে যাননি। 

গত ১৫ বছরে যে ধরনের সব অস্ত্র ব্যবহার হয়েছে এর মধ্যে সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দুটি অস্ত্রের তথ্য পাওয়া যায়নি- এ বিষয়ে তিনি বলেন, বৈধভাবে নিলে তার রেকর্ড অবশ্যই আছে। আর যদি অবৈধভাবে ব্যবহার করে থাকে, তাহলে সেই রেকর্ড থাকার কথা না।