ভূমিকম্প: রোববার জগন্নাথেও ক্লাস-পরীক্ষা বন্ধ
অল্প সময়ের ব্যবধানে বারবার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কের পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার তীব্র ভূমিকম্পের পরদিন শনিবারও তিনবার কম্পনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।
ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রস্তুতিও চলবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থীসহ সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস-পরীক্ষা আপাতত আগামীকাল রোববার বন্ধ রাখছি।”
ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
সেখানে বলা হয়, “...শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকলেও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিত হওয়া পরীক্ষা নতুন সূচিতে হবে।”