হেরাথের রেকর্ড ছুঁয়ে ২৫০ উইকেট তাইজুলের
বাংলাদেশ টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তাইজুল ইসলাম। দেশের সর্বোচ্চ উইকেটশিকারীর আসনটা দখল করার পর থামলেন না চলে গেলেন আরও উঁচুতে, টেস্টে তার উইকেট সংখ্যা এখন ২৫০। আর এই পথচলায় তিনি গড়লেন বিশ্বরেকর্ডও। বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম টেস্টে তিনি পৌঁছে গেলেন এই ঠিকানায়।
এর মধ্যেই সাকিব আল হাসানকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গা দখল করেছেন তিনি। সেই মাইলফলক ছোঁয়ার পর সাকিবের কাছ থেকেই পেয়েছেন অভিনন্দন।
ম্যাচের পঞ্চম দিনের শুরুতে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। ৬৮তম ওভারের দ্বিতীয় বলটা একটু বাড়তি জোরে ফেলেছিলেন তিনি। ব্যাটসম্যান ঠিকমতো খেলতে না পেরে এলবিডব্লিউয়ে ধরা পড়েন। শক্ত আবেদনে আম্পায়ারের আঙুল উঠতেই তাইজুলের উচ্ছ্বাস—আর তাতেই ছোঁয়া হয়ে গেল নতুন উচ্চতা, দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মালিকানা।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। সাকিব ছিলেন বলে তবু দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি কমই। পরে মিরাজের উত্থানে আরও কমে আসে দেশের বাইরে তার সুযোগ। সাকিবহীন বাংলাদেশের স্পিন আক্রমনে নতুন কান্ডারি এই তাইজুলই। তবে দেশের মাঠে বরাবর তিনি বড় ভরসা।
এর আগে বাংলাদেশের হয়ে ৫৪ টেস্ট খেলে দুইশ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান, ৪৮ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম।