শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগলের একচেটিয়া আধিপত্য: মার্কিন বিচারকের রায়

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:৫৬, ১৮ এপ্রিল ২০২৫

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগলের একচেটিয়া আধিপত্য: মার্কিন বিচারকের রায়

একচেটিয়া বিজ্ঞাপন বাজারে গুগলের আধিপত্য চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্রের আদালত

অনলাইন বিজ্ঞাপন খাতে অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দায়ে গুগলের বিরুদ্ধে রুল দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন ফেডারেল বিচারক। গতকাল বৃহস্পতিবার দেওয়া এই রুলিং অনলাইন জগতের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুগল অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ১৭টি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়, অনলাইনে কোন বিজ্ঞাপন কোথায় বসবে, তা নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তিতে গুগল অবৈধভাবে প্রভাব বিস্তার করছে।

ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা রায়ে বলেন, গুগল ধারাবাহিকভাবে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থেকেছে, যার মাধ্যমে তারা বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি ও ধরে রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, গুগলের এই আচরণ তাদের প্রকাশক ক্লায়েন্ট, বাজারে প্রতিযোগিতা এবং উন্মুক্ত ওয়েবের তথ্যগ্রহীতাদের ক্ষতির মুখে ফেলেছে।

রায়ে আরও উল্লেখ করা হয়, গুগলের এই কার্যকলাপ প্রতিযোগীদের প্রতিযোগিতা করার সুযোগ থেকে বঞ্চিত করেছে।

এই রায়ের মাধ্যমে গুগল এক বছরে অ্যান্টিট্রাস্ট আইনের দুটি মামলায় হারল।

বিবিসি জানায়, মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। একটি অভিযোগ খারিজ হয়ে গেছে।

রায়ের পর গুগলের রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহোল্যান্ড বলেন, "আমরা মামলার অর্ধেক জিতেছি, বাকি অংশের জন্য আমরা আপিল করব।"

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।