সফলতা ছোয়াঁর পথে দেশে নির্মিত প্রথম ইলেকট্রিক গাড়ি

প্রতিকী ছবি
Mango Teleservices এর সহযোগী প্রতিষ্ঠান Bangladesh Auto Industries বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা স্থাপনে বিনিয়োগ করছে ১ হাজার ৪৪০ কোটি টাকা। আগামী বছরের মার্চ নাগাদ বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে বলে জানিয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগর অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এই কারখানাটি।
ম্যাংগো টেলিসার্ভিসেস এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবীর সংবাদটি নিশ্চিত করেন।
Online_News_Portal_24