কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, সংঘর্ষের ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচিত ছিল এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে তদন্ত ও আলোচনার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে শাস্তি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।