কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন ও কিশোর গ্যাং মামলায় আসামিপক্ষে সরকারি আইনজীবীদের নিষেধাজ্ঞা

কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন ও কিশোর গ্যাং মামলায় আসামিপক্ষে সরকারি আইনজীবীদের নিষেধাজ্ঞা
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাং–সংক্রান্ত মামলায় আসামিদের পক্ষে কোনো সরকারি আইনজীবীকে আদালতে না দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার কুমিল্লা জেলা আদালতের পিপি (রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি) কাইমুল হক এবং জিপি (সরকারি কৌঁসুলি) মো. তারেক আবদুল্লাহ যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, জেলার সব সরকারি আইন কর্মকর্তা ও কৌঁসুলিদের অনুরোধসহ নির্দেশ দেওয়া যাচ্ছে যে, তাঁরা যেন এসব মামলায় আসামিপক্ষে কোনো আইনি সহায়তা না দেন।
ফলে এখন থেকে পিপি, জিপি, অতিরিক্ত পিপি এবং সহকারী পিপিসহ রাষ্ট্রপক্ষের কেউ এসব মামলায় আসামিদের জামিন আবেদন বা অন্য কোনো আইনি কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এ বিষয়ে আজ বুধবার পিপি কাইমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আইনজীবীরা একসঙ্গে বসে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, কিছু সরকারি আইনজীবীর বিরুদ্ধে এসব মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছিল। জননিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে লিখিত নির্দেশনার মাধ্যমে সবাইকে বিষয়টি মেনে চলতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার গণ–আন্দোলনে স্বৈরাচার পতনের পরও অনেকে এখনো আহত অবস্থায় হাসপাতালে কষ্ট পাচ্ছেন। অন্যদিকে কিশোর গ্যাং এখন কুমিল্লার মানুষের জন্য ভয়াবহ আতঙ্কে পরিণত হয়েছে। আমরা চাই, কুমিল্লা হোক একটি নিরাপদ শহর।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা আইনজীবীদের ধন্যবাদ জানাই এবং চাই দেশের সব জেলায় এমন সিদ্ধান্ত কার্যকর হোক। একই সঙ্গে সাধারণ আইনজীবীদেরও অনুরোধ করব, যেন তাঁরা এসব মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ান।”