তিন বছরে শ্রমিক নির্যাতনে ৪৯১ জন নিহত, আহত ১,৩৩৪: এইচআরএসএস প্রতিবেদন

২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪৯১ জন নিহত এবং ১,৩৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মহান মে দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৪২৯ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিন বছরে গৃহকর্মীদের নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। মালিকদের নির্যাতনে অন্তত ৩০ জন গৃহকর্মী নিহত এবং ২৮ জন গুরুতর আহত হয়েছেন। ২০২৫ সালের প্রথম তিন মাসেই ৮৬টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪৫ জন নিহত ও ২৯৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে শিশু শ্রমের উপস্থিতিও তুলে ধরা হয়েছে, বিশেষ করে নির্মাণ, পরিবহন ও ক্ষুদ্র শিল্পে। শিশু শ্রম শিশুদের শিক্ষার অধিকার ও শৈশব হরণ করছে। চা শ্রমিকদের বেলায় অপ্রতুল মজুরি, দুর্বল জীবনমান ও সেবা অব্যবস্থার কথা উল্লেখ করে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
এইচআরএসএস শ্রমিকদের সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে, যেমন: ন্যূনতম জীবনোপযোগী মজুরি নিশ্চিত করা, দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা, নারী শ্রমিকদের প্রতি বৈষম্য ও যৌন হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা, শিশু শ্রম বন্ধে আইন প্রয়োগ এবং শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা।
এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের প্রতি ন্যায্যতা ও সম্মান প্রদর্শনই একটি মানবিক সমাজের ভিত্তি। সব স্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, আজকের এই দিন আমাদের দেশকে একটি অধিকতর মানবিক, ন্যায়সংগত ও মর্যাদাপূর্ণ শ্রমব্যবস্থার দিকে এগিয়ে নিতে প্রেরণা যোগাবে। শ্রমিকদের সুরক্ষা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও আইনগত দায়িত্ব।’