বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:১৭, ৩০ এপ্রিল ২০২৫

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প

ট্রাম্প: "আমি পোপ হতে চাই, এটি আমার এক নম্বর পছন্দ"

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হতে আগ্রহী। ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের পর নতুন পোপ নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি পোপ হতে চাই। এটা আমার এক নম্বর পছন্দ।"

এটি মূলত একটি রসিকতা ছিল, তবে ৭৮ বছর বয়সী এই নেতা বলেন, তার নির্দিষ্টভাবে কোনো পছন্দ নেই। তিনি আরও জানান, নিউইয়র্কের একটি কার্ডিনাল আছেন, যিনি খুব ভালো, তাই দেখা যাক কী হয়।

ট্রাম্পের এই মন্তব্যে নিউইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলানের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যদিও তিনি পোপ হওয়ার দৌড়ে নেই। তবে তালিকায় যুক্তরাষ্ট্রের আরেক কার্ডিনাল, নিউজার্সির আর্চবিশপ জোসেফ টোবিনের নাম রয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেউ কখনো ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদে আসীন হননি।

গত সপ্তাহে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া রোম সফর করেন এবং লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। প্রায় এক দশক ধরে ট্রাম্প এবং পোপের মধ্যে অভিবাসন ইস্যুতে মতবিরোধ রয়েছে, যেখানে পোপ অভিবাসীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়েছেন, আর ট্রাম্প বারবার তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, প্রায় ১৩৫ জন ক্যাথলিক কার্ডিনাল গোপন কনক্লেভে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তবে এখন পর্যন্ত স্পষ্টভাবে এগিয়ে থাকা কারো নাম সামনে আসেনি।