ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে, দাবি পাকিস্তানের

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার
ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে—এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে পাকিস্তানের কাছে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানান। তিনি বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে।
এর আগে মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভারতের সশস্ত্র বাহিনীকে ‘জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কৌশল নির্ধারণে’ পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়।
পাকিস্তান ভারতের এই অবস্থানকে ‘বেপরোয়া ও সংঘাতপ্রবণ’ বলে অভিহিত করেছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং সবসময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। তিনি বলেন, পাকিস্তান একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে পরিচালিত তদন্ত কমিশনের মাধ্যমে ঘটনার সত্যতা নির্ধারণের প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারত তা উপেক্ষা করে উত্তেজনা বৃদ্ধির পথে হাঁটছে।
পাকিস্তান আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলজুড়ে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তথ্যমন্ত্রী বলেন, ভারতের এমন যেকোনো আগ্রাসনের জবাব পাকিস্তান কঠোরভাবে দেবে এবং দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে, উত্তেজনা বৃদ্ধির দায়ভার যেন ভারতের ওপর বর্তায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়া হয়।
এই উত্তেজনার সূচনা হয় ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার মাধ্যমে, যাতে ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।