বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন পণ্যের শুল্কে ছাড় দিচ্ছে চীন, গোপনে তালিকা করছে

 প্রকাশিত: ২২:৩৮, ৩০ এপ্রিল ২০২৫

মার্কিন পণ্যের শুল্কে ছাড় দিচ্ছে চীন, গোপনে তালিকা করছে

যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় পতাকা ছবি: রয়টার্স

চীন ধীরে ধীরে মার্কিন পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে কিছু পণ্যে ছাড় দেওয়া শুরু করেছে। বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব কমিয়ে আনার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে বেইজিং। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জনসমক্ষে ঘোষণা করা হয়নি, তবে গোপনে তৈরি করা হয়েছে একটি ছাড়প্রাপ্ত পণ্যের তালিকা।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীন কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর আরোপিত ১২৫ শতাংশ পর্যন্ত শুল্কের মধ্যে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, মাইক্রোচিপস এবং বিমানের ইঞ্জিনের মতো পণ্য।

চীন সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়ের বিষয়ে অবহিত করছে। এক মার্কিন ওষুধ কোম্পানির সূত্র জানিয়েছে, তাদের চীনে ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রদেশীয় সরকার ছাড়প্রাপ্ত তালিকা তাদের কাছে পাঠিয়েছে। এই কোম্পানির ওষুধ তৈরিতে মার্কিন প্রযুক্তির উপর নির্ভরতা রয়েছে, যে কারণে তারা আগে থেকেই শুল্কছাড়ের জন্য আবেদন করেছিল।

সূত্র আরও জানায়, চীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানিকে প্রশ্ন করা হয়েছে—কোন পণ্যে ছাড় দেওয়া হলে তাদের ব্যবসা সহজ হয়। এতে বোঝা যায়, তালিকাটি ক্রমেই দীর্ঘ হচ্ছে।

এর আগে রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল, চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইথেনের ওপর শুল্ক ছাড় দিয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রই এই পণ্যের একমাত্র সরবরাহকারী, এবং দেশটির ইথেন প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলো এ ছাড়ের জন্য দাবি জানিয়েছিল।

চীনের পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ বিদেশি ব্যবসায়িক লবিগুলোর কাছ থেকেও তথ্য নিচ্ছে, শুল্কের কারণে তাদের কী ধরনের বড় সমস্যা দেখা দিচ্ছে, তা নির্ধারণ করতে।

অন্যদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি হবে বলে তিনি আশাবাদী।

চীনের এই পদক্ষেপ এমন এক কৌশল—যেখানে একদিকে তারা জনসমক্ষে কঠোর বাণিজ্যনীতির ভাব বজায় রাখছে, অপরদিকে গোপনে ব্যবসা-বান্ধব ছাড় দিয়ে বাণিজ্যিক চাপ কমানোর চেষ্টা করছে।