বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

রাজনীতি

এনসিপি-ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা

 প্রকাশিত: ২২:১৬, ৩০ এপ্রিল ২০২৫

এনসিপি-ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা

রাষ্ট্র পুনর্গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ডিপ্লোমা প্রকৌশলী উইং’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩০ এপ্রিল) এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উইং একটি স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত সকল পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে এ উইং। এর আওতায় ডিপ্লোমা প্রকৌশল, টেকনিক্যাল কলেজ, ভোকেশনাল স্কুল, বিএম কলেজসহ কারিগরি শিক্ষা এবং কর্মক্ষেত্র সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে ধারাবাহিক ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

নতুন গঠিত প্রস্তুতি কমিটির দায়িত্বে রয়েছেন:

সমন্বয়ক: প্রকৌশলী শেখ মো. শাহ্ মঈন উদ্দিন

যুগ্ম সমন্বয়ক: প্রকৌশলী মো. শেখ জামাল আবির, প্রকৌশলী মো. সালাউদ্দিন

সাধারণ সদস্য (বর্ণানুক্রমে): প্রকৌশলী আসাদ, প্রকৌশলী আয়শা সিদ্দিকা, প্রকৌশলী আরিফুজ্জামান, প্রকৌশলী আব্দুল কাদির (তানিম), প্রকৌশলী আলমগীর হোসাইন, প্রকৌশলী উসমান ফারুক, প্রকৌশলী এনজামুল হক (বাপ্পি), প্রকৌশলী খাইরুল কবির (সীপু), প্রকৌশলী জসিম উদ্দিন (মজুমদার), প্রকৌশলী তাহরান্নুম বিনতে জাকির, প্রকৌশলী জহিদ হাসান, প্রকৌশলী ফারুক হোসেন, প্রকৌশলী ফয়সাল আলম (সোহেল), প্রকৌশলী মেসবাউল করিম, প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রকৌশলী মাহানাজ আলম (হাফসা), প্রকৌশলী মো. আলী আশরাফ, প্রকৌশলী মো. রাসেল হোসাইন, প্রকৌশলী মো. রাসেল হক, প্রকৌশলী মো. নাছির উদ্দিন, প্রকৌশলী মো. শিহাবুর রহমান সাকিব, প্রকৌশলী মো. সম্রাট হোসেন, প্রকৌশলী মো. নাজিম উদ্দিন আলম (নাজিম খান), প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী রনি বাবু (রেদওয়ান), প্রকৌশলী সাজেদুর রহমান, প্রকৌশলী সাদিক সাব্বির এবং প্রকৌশলী আনোয়ারুল ইসলাম (আনোয়ার)।

এ উইংয়ের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের কাজে ডিপ্লোমা প্রকৌশলীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে এনসিপি।