শুধু নামের কারণেই ১৬ বছর ধরে বগুড়া বৈষম্যের শিকার: সারজিস

নাম বদলে নয়, অধিকার ফিরে পেতে চাই: বগুড়ায় ১৬ বছরের বৈষম্যের প্রতিবাদে সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, শুধু নামের কারণেই গত ১৬ বছর ধরে বগুড়া এলাকায় বৈষম্য ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে।
সারজিস আলম বলেন, “জুলাইজুড়ে যে গণ-অভ্যুত্থান ঘটেছে, তাতে বগুড়া অন্যতম ভূমিকা রেখেছে। এখানে আমার ভাইদের একের পর এক শহীদ করা হয়েছে। অথচ, শুধু একটি নামের কারণে এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের মধ্যে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের স্পষ্ট দাবি—ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। এই দল কেবল ২০২৪ সালের অভ্যুত্থানেই নয়, পিলখানা, শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এ দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো স্থান নেই।”
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বগুড়ায় একটি বিমানবন্দর চাই, চাই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। বগুড়ার মাঠে আন্তর্জাতিক খেলা দেখতে চাই। আওয়ামী লীগ আর কোনোভাবে দেশের রাজনীতিতে থাকতে পারে না।”
সমাবেশ পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক জুথি অরণ্য। এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম-মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক মাসুদুল ইসলাম সোহাগ, শহীদ রাতুলের ভাই হামজা, শহীদ সেলিমের ভাই মো. উজ্জ্বল, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিন, সদস্য রফিকুল ইসলাম কনক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সাধারণ সম্পাদক সাকিব খান, ওয়ারিওরস অব জুলাই বগুড়ার আহ্বায়ক মুশফিক, এনসিপি বগুড়া জেলার সংগঠক লিটন, যুবনেতা মিশু, ছাত্র সংগঠক নুর মোহাম্মদ জুবায়ের, অ্যাডভোকেট এজাজ আল ওয়ারিস জিম, আসিফ মনির, জান্নাতুন নাইম এবং শওকত ইমরান।