বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

সারাদেশে ধর্ষণ বৃদ্ধি আশঙ্কাজনক: মহিলা পরিষদের ক্ষোভ, নিরাপত্তা ও বিচার দাবি

 প্রকাশিত: ২১:২৬, ৩০ এপ্রিল ২০২৫

সারাদেশে ধর্ষণ বৃদ্ধি আশঙ্কাজনক: মহিলা পরিষদের ক্ষোভ, নিরাপত্তা ও বিচার দাবি

সারাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশেপাশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

বুধবার (৩০ এপ্রিল, ২০২৫) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, যা নারী ও কন্যাশিশুদের সার্বিক নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

বিবৃতিতে গত কয়েকদিনে সংবাদপত্রে প্রকাশিত কয়েকটি ঘটনার উল্লেখ করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়:

নেত্রকোনা: গত ২৯ এপ্রিল দুর্গাপুর উপজেলায় স্থানীয় ছাত্রদল নেতা ফয়সালের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গাজীপুর: ২৬ এপ্রিল কালিয়াকৈর উপজেলায় ফাহিম ওরফে সোহাগ নামে এক ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাককর্মীকে ডেকে নিয়ে যান। পরে ফাহিম, রাইহান ও হাফিজুল মিলে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

দিনাজপুর: বিরামপুর উপজেলায় 'জিন তাড়ানোর' নামে এক ভণ্ড কবিরাজ কর্তৃক এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা (মোহাম্মদপুর): ২৫ এপ্রিল রায়েরবাজারে এক কিশোর গ্যাং অস্ত্র ঠেকিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ। একই দিনে মোহাম্মদপুরে রমজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে, যিনি গত দুই বছর ধরে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে জানা গেছে।

সাভার: ১৪ এপ্রিল বিরুলিয়ায় এক বৃদ্ধ কর্তৃক এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মহিলা পরিষদ বিবৃতিতে জোর দাবি জানায়, উল্লেখিত ঘটনাসহ সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সরকারের প্রতি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ, তাদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

পাশাপাশি, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে দেশব্যাপী 강력 সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যও বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।