বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

চলতি অর্থবছরের ৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ ৩২১ কোটি ডলার, যা আগের বছরের সমান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৪৭, ৩০ এপ্রিল ২০২৫

চলতি অর্থবছরের ৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ ৩২১ কোটি ডলার, যা আগের বছরের সমান

৯ মাসে বিদেশি ঋণ শোধ ৩২১ কোটি ডলার, আগের বছরের সমান!

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) বাংলাদেশ সরকার বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে ৩২১ কোটি মার্কিন ডলার, যা গত পুরো অর্থবছরের (২০২৩–২৪) মোট পরিশোধের প্রায় সমান। গত অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধ হয়েছিল ৩৩৭ কোটি ডলার।

আজ বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত ‘বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন’ অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশে এসেছে মোট ৪৮১ কোটি ডলারের বিদেশি ঋণ। তবে একই সময়ে পরিশোধ করতে হয়েছে এই অর্থের প্রায় দুই–তৃতীয়াংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সময়ে আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২০১ কোটি ডলার এবং সুদ বাবদ পরিশোধ হয়েছে ১২০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে পরিশোধের পরিমাণ ছিল ২৫৭ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ৬৪ কোটি ডলার বেশি পরিশোধ করেছে বাংলাদেশ।

এদিকে, জুলাই–মার্চ সময়ে নতুন করে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি এসেছে মাত্র ৩০০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক কম। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৭২৪ কোটি ডলার।

এই সময়ে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), মোট ১২২ কোটি ডলার। এরপর বিশ্বব্যাংক দিয়েছে ১০৭ কোটি ডলার এবং জাপান দিয়েছে ৮৯ কোটি ডলার।