হাদি তুই ফিরে আয়
হাদি তুই ফিরে আয়, ফিরে আয় আবাবিল
শ হি দের জমিনেই শহিদের মনজিল
আজানের সুরে সুরে ডাক ওঠে আয় আয়
লক্ষ মিনার ঢেউ তোলে ভোর সন্ধ্যায়।
পবিত্র র ক্তে ই ধুয়ে-মুছে ছাফ সব
চারোদিকে ইনসাফ মুক্তির কলরব
ইনকিলাবের জয়, জয় কোটি হাদিদের
এই দেশে ফ্যা সি বাদ ফিরবে না কভু ফের।
ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—
লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন
ধরলেন মানবতা মানুষের জয়গান
কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!
কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!
চামচার বাংলায় নাম চায় সব্বাই
ন্যায়-নীতি ইনসাফ কোত্থাও নাই নাই
দু-চারটা শু য়ো রের মাতলামি থাক্ থাক্
চামচিকা তেলাপোকা গোনাতেও বাদ যাক।
ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—
লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন
ধরলেন মানবতা মানুষের জয়গান
কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!
ঘনঘোর আঁধারের বাতি হাদি ওসমান
হাদি তুই ফিরে আয়, মন-দিল আনচান
একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও
আকুতি মিনতি খোদা শুনে নাও শুনে নাও।
ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—
লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন
ধরলেন মানবতা মানুষের জয়গান
কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!
আজ বড় দরকার তোর তেজ চেতনার
শুনিস না ষোলো কোটি জনতার হাহাকার
হাদি তুই ফিরে আয়, ফিরে আয় আবাবিল
কই শেরে আলী খোদা, কই জলসা মিছিল।
ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—
লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন
ধরলেন মানবতা মানুষের জয়গান
কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!