সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

বন্ডাই বিচে ১৫ জনকে গুলি করে হত্যার পেছনে ‘বাবা ও ছেলে’

 প্রকাশিত: ১২:১৭, ১৫ ডিসেম্বর ২০২৫

বন্ডাই বিচে ১৫ জনকে গুলি করে হত্যার পেছনে ‘বাবা ও ছেলে’

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের অনুষ্ঠানে গুলিবর্ষণে ১৫ নিহত হওয়ার ঘটনায় কথিত দুই বন্দুকধারী বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ।

প্রায় ৩০ বছরের মধ্যে রোববার অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী এই বন্দুক সহিংসতায় নিহতদের জন্য দেশটি শোক প্রকাশ শুরু করেছে, তার মধ্যেই পুলিশ একথা জানিয়েছে; খবর রয়টার্সের।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা গুলিবর্ষণের ঘটনাটিকে পরিকল্পিত ইহুদিবিরোধী হামলা বলে বর্ণনা করেছেন।

পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই পিতা ঘটনাস্থলেই নিহত হয়েছেন, তাকে নিয়ে এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ১৬-তে দাঁড়িয়েছে। আর তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

পুলিশ আরও জানায়, এ হামলার ঘটনায় আহত আরও ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও আছেন। এই দুই কর্মকর্তার আঘাত গুরুতর হলেও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় হতাহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ঘটনাটি ১০ মিনিট স্থায়ী ছিল। গরমের মধ্যে ওই সন্ধ্যায় সৈকতে প্রচুর ভিড় ছিল। গুলির শব্দে লোকজন ছত্রভঙ্গ হয়ে সৈকতের পাশ দিয়ে যাওয়া নিকটবর্তী রাস্তাগুলোর দিকে ছুটতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, ইহুদিদের হানুক্কা অনুষ্ঠান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। সৈকত সংলগ্ন ছোট এক পার্কে অনুষ্ঠানটি হচ্ছিল। সেখানে প্রায় ১০০০ মানুষ উপস্থিত ছিলেন।

এলোপাতাড়ি গুলির এ ঘটনায় বীরত্ব দেখিয়ে প্রশংসায় ভাসছেন এক পথচারী। তিনি এক আততায়ীকে পিছন থেকে অতর্কিতে জাপটে ধরে কেড়ে নিয়েছিলেন রাইফেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর এই পথচারীই এখন হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার ‘হিরো’। তার সাহসিকতার কারণে বহু মানুষ গুলি থেকে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাহসী এই পথচারীর নাম আহমেদ আল আহমেদ বলে জানিয়েছে সেভেননিউজ অস্ট্রেলিয়া।

সেভেননিউজ আহমেদের এক আত্মীয়কে উদ্ধৃত করে জানিয়েছে, ৪৩ বছর বয়সী এই ‘হিরো’ একটি ফলের দোকানের মালিক, তার শরীরে দুটি গুলি লেগেছে। তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

আহমদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে একটি পেইজ খোলা হয়েছে আর সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত দুই লাখ ৩৩ হাজার ডলারেরও বেশি অর্থ জমা হয়েছে।

পুলিশ গুলিবর্ষণকারীদের নাম বা তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি না, তা প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, ২০১৫ সাল থেকে ওই পিতার একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল আর তার কাছে ছয়টি লাইসেন্স করা অস্ত্র ছিল।

হামলায় বাবা ও ছেলে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি। কিন্তু ঘটনাস্থল থেকে আসা ভিডিওগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা একটি বোল্ট-অ্যাকশন রাইফেল ও শটগান ব্যবহার করেছে বলে মনে হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন সাংবাদিকদের বলেছেন, “আমরা উভয় ব্যক্তির পেছনের প্রেক্ষাপট নিয়ে কাজে ব্যস্ত আছি। এই পর্যায়ে, তাদের বিষয়ে আমরা খুব কম জানি।”

বন্ডাই প্যাভিলিয়নে একটি অস্থায়ী স্মৃতিসৌধে ফুল, অস্ট্রেলিয়া ও ইসরায়েলি পতাকা দিয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। অনলাইনে একটি শোক বই খোলা হয়েছে। যারা শোক জানাতে আসছেন পুলিশ ও প্রাইভেট ইহুদি নিরাপত্তা রক্ষীরা তাদের পাহারা দিচ্ছেন।