সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর হাদিকে গুলি: তিন দাবিতে সচিবালয়ে ডাকসু নেতারা হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ সিঙ্গাপুরযাত্রায় ওসমান হাদি হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি হাদিকে গুলি: মামলায় কেবল ফয়সালের নাম জকসু নির্বাচন: ‘ভুয়া’ অভিযোগকারীর কথায় ৬ প্রার্থী বাদ আনিস আলমগীর, শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্ডাই বিচে ১৫ জনকে গুলি করে হত্যার পেছনে ‘বাবা ও ছেলে’ যুদ্ধ অবসানে ‘সংলাপে’ প্রস্তুত জেলেনস্কি বলসোনারোর সাজা কমানোর বিলের বিরুদ্ধে ব্রাজিলে গণবিক্ষোভ হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত সিডনিতে ইহুদি উৎসবে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের

জাতীয়

হাদিকে গুলি: তিন দাবিতে সচিবালয়ে ডাকসু নেতারা

 প্রকাশিত: ১৪:৫৭, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি: তিন দাবিতে সচিবালয়ে ডাকসু নেতারা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নেতা।

সোমবার দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের জন্য পদযাত্রা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ডাকসুর নেতারা। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।পরে আলোচনার জন্য ডাকসুর কয়েকজন প্রতিনিধি সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। আর বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।

তিনটি দাবি হল-

• হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার

• দেশব্যাপী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার

• নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার

শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে এ পদযাত্রা শুরু করেন তারা। সেটি টিএসসি হয়ে, দোয়েল চত্বর এসে পুলিশের বাধার মুখে পড়ে। তখন ছাত্রজনতা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।

 

এরপর কয়েকজন প্রতিনিধি সচিবালয়ে যান। আর শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে ডাকসু নেতাদের 'জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে', 'সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ', 'এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে', 'আমরা সবাই হাদি হব, হাদির মুখে কথা কব'সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এর আগে রোববার রাতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তিন দাবি জানিয়ে স্বরাষ্ট উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তাতে শাহবাগ ও আশাপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘ এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দিছ্ছেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।

এর মধ্যে হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।

দুপুর ২টার দিকে তাকে বহনকারী গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেট শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।