হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
তিনি এও বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।
সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মনোভাবের কথা তুলে ধরেন।
আইনশৃঙ্খলার অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি না, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নাসির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদীর একটা ঘটনা হয়েছে। আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময় ছিল।
“আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগেও হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব যে ফরমার ফরেন মিনিস্টার, কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন আসলে এ ধরনের ঘটনা হয়। বাংলাদেশে এগুলা নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।”
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
সিইসি নাসির বলেন, “নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার টু মুভ এহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়েই হবে, আর সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই।
“যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, আপনারা সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।”
২০২৪ সালের অগাস্টের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি নাসির উদ্দিন।
তিনি বলেন, “ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা করতে পারি।
“আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন।"
নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে সিইসি বলেন, “ইনশাআল্লাহ, নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন, ইনশাল্লাহ আমরা দেখতে পাব।
“যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশআল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।“
ভোট দিতে ও অন্যকে উৎসাহিত করতে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানান নাসিরউদ্দিন।