নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলার কলমাকান্দা উপজেলায় পানিতে পড়ে হাবিবুর রহমান ত্বহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি গ্রামের আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।