দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৫
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
গতকাল রোববার দিবাগত সোমবার রাত সাড়ে ১২ টায় দিনাজপুর বীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রোববার রাত সাড়ে ১০'টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে নামক স্থানে ধান বোঝাই ট্রাক্টরের টলির সাথে ভ্যানের মধ্যে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় নিহত ২ জন হলেন- জেলার বীরগঞ্জ উপজেলার ডাঙ্গারহাট গ্রামের মো. আফজাল হোসেনের ৮ বছর বয়সের শিশু পুত্র আবু সাঈদ ও ভোগনগর কলকটি গ্রামের ফজলার রহমানের পুত্র আনারুল ইসলাম (৬৫)।
দুর্ঘটনায় ভ্যান চালক জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর কলকটি গ্রামের আব্দুস সালাম (৫২) ও যাত্রী সুলতানা আহমেদ (৬০) গুরুতর আহত অবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশর সূত্রে জানা যায়, রোববার রাতে একটি ট্রাক্টরের ট্রলি জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজার থেকে ধান বোঝাই করে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজ হাটের দিকে যওয়ার পথে ট্রাক্টরের ট্রলির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদ (৮) ও আনারুল ইসলাম (৬৫) মারা যায়।
অপর ৩ জন আহত হাবিবুল (২৫),সিরাজুল (৩৬) ও ওয়াহেদ আলী (৪২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের সূত্র জানায়, ট্রাক্টরের ট্রলির চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দু'জনের লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ দু'টি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।