সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত

 আপডেট: ১২:০২, ১৫ ডিসেম্বর ২০২৫

হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত

হংকংয়ের গণতন্ত্রপন্থী গণমাধ্যম উদ্যোক্তা মোগল জিমি লাইকে সোমবার দুটি বিদেশি যোগসাজশের অভিযোগ এবং একটি রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

বহুল আলোচিত এই মামলাটি পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দার মধ্যে পড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হাই কোর্টের বিচারক এসথার তোহ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের মনে কোনো সন্দেহ নেই যে (লাই) (চীনা কমিউনিস্ট পার্টির) সরকারের স্থিতিশীলতা নষ্ট করার অভিপ্রায় থেকে কখনোই সরে আসেননি।’

তিনি আরও বলেন, ‘এর চূড়ান্ত উদ্দেশ্য ছিল চীন ও হংকংয়ের জনগণের স্বার্থকে বিসর্জন দেওয়া।’