রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৭ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

জাতীয়

ইসিতে চলছে আপিল শুনানি

 প্রকাশিত: ১১:৩৮, ১০ জানুয়ারি ২০২৬

ইসিতে চলছে আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুনছে নির্বাচন কমিশন।

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও রয়েছেন।

শুনানিতে আপিলকারীসহ তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ‎শনিবার শুরু হওয়া শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

শুনানির তারিখ ও নম্বর—

‎* ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০

‎* ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০

‎* ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০

‎* ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০

‎* ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০

‎* ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০

‎* ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০

‎* ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০

‎* ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।

‎রায়ের অনুলিপি ও ফল

‎ইসি জানিয়েছে, শুনানি শেষে ফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও অনুলিপি সংগ্রহ করা যাবে।

‎* ১০-১২ জানুয়ারির শুনানির রায়: ১২ জানুয়ারি

‎‎* ১৩-১৫ জানুয়ারির শুনানির রায়: ১৫ জানুয়ারি

‎‎* ১৬-১৮ জানুয়ারির শুনানির রায়: ১৮ জানুয়ারি

‎নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

‎‎এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

আপিল নিষ্পত্তি শেষে ‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তখন চূড়ান্ত হবে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।