রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৮ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

শিক্ষা

চট্টগ্রামে প্রথম বারের মত মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষা শনিবার

 প্রকাশিত: ১৫:২৪, ১০ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে প্রথম বারের মত মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষা শনিবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কর্তৃক প্রবর্তিত 'মেয়র শিক্ষাবৃত্তি-২০২৫' এর পরীক্ষা আগামীকাল (১০ জানুয়ারি) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রগুলো হলো- নগরীর কোতোয়ালী থানাধীন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও আগ্রাবাদ চৌমুহীন এলাকার 'পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষায় চসিকের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর ১২৪টি বিদ্যালয়ের দুই শ্রেণীর ৩,৫৩৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ১ হাজার ৭৭৫ ও ৭ম শ্রেণিতে ১ হাজার ৭৬২ জন।

বৃত্তি আয়োজন সংক্রান্ত এক সমন্বয় আজ শুক্রবার সভা সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল ও পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর আবু মোশাররফ রাসেল সার্বিক প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রোমা বড়ুয়া, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আখতার হোসেন এবং অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক, কেন্দ্র সচিব মিনহাজুল ইসলাম প্রমুখ।

পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনায় জানানো হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে প্রবেশপত্রে উল্লেখিত নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রতিটি কেন্দ্রের প্রবেশমুখে বড় ব্যানারে আসন বিন্যাসের তালিকা থাকবে, সেখান থেকে কক্ষ নম্বর জেনে প্রবেশ করতে হবে। পরীক্ষায় কোনো ধরনের মোবাইল ফোন আনা যাবে না।

প্রবেশপত্র, প্রয়োজনীয় কলম সঙ্গে আনতে হবে, সাধারণ ক্যালকুলেটর আনা যাবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বৃত্তি পরিচালনা কমিটির কর্মকর্তারা।