রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৭ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

রাজনীতি

‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব

 প্রকাশিত: ১৪:১০, ১০ জানুয়ারি ২০২৬

‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব

'মব' দমন করা সম্ভব না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে 'শক্ত' অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল শুনানি শেষে এক ব্রিফিংয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, "আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠ হওয়ার কোন সম্ভাবনা আমরা দেখি না।"

'মবের' কারণে বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্রে সংশোধনযোগ্য ভুলও সংশোধন করতে পারেননি বলে অভিযোগ করেন জাপা মহাসচিব।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে তার দাঁত আছে। শুধু কামড় দিতে পারলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।

"দেশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সরকার নির্বাচন কমিশনের সরকার-সেটা নির্বাচন কমিশনকে 'এক্সাক্ট' করতে হবে।"

জাতীয় পার্টির ২৫ জন প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ার বিরুদ্ধে আপিল করেছেন এবং শনিবার ৫টি আপিলের শুনানি হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব।

শুনানিতে চাঁপাইনবাবগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৪, নরসিংদী-১ এবং শরীয়তপুর-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা বৈধতা ফিরে পেয়েছেন এবং একটি আপিল আবেদন 'পেন্ডিং' আছে বলে ব্রিফিংয়ে তুলে ধরেন শামীম হায়দার পাটোয়ারী।

আপিল শুনানিতে ইসি ন্যায়বিচার করার 'সর্বোচ্চ চেষ্টা করছে' বলে মন্তব্য করে তিনি বলেন, "কমিশন প্রতিটি আপিল খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন।"

মনোনয়ন বাতিল হওয়া জাপার নেতারা আপিলে 'ন্যায় বিচার' পাবেন বলেও আশা প্রকাশ করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।