রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৮ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

শিক্ষা

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ পরীক্ষার্থী আটক

 প্রকাশিত: ১৫:২৬, ১০ জানুয়ারি ২০২৬

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ পরীক্ষার্থী আটক

২০২৬ (বাসস)-জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এ অভিযোগে গতকাল সদর উপজেলায় ৩৭ জন, ফুলছড়ি উপজেলায় ২ জন এবং পলাশবাড়ি উপজেলায় ১২ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, জেলার ৪৩টি কেন্দ্রে মোট ২৭,৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩.৩০ টায় শুরু হয়ে ৪.৩০ টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের হলরুমে অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রার্থীদের আটক করেন এবং তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। বেশিরভাগ ডিভাইস তাদের কানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। পরে কর্মকর্তারা আটক প্রার্থীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক প্রার্থীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।